হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এশিয়ার যে দেশটি সম্পর্কে বিস্তৃতভাবে পড়ানো হয়ে থাকে সেই দেশটি জাপান! সমগ্র এশিয়া মহাদেশে ৩৫টির বেশি ছোটবড় রাষ্ট্র বিদ্যমান। এদের মধ্য থেকে জাপানকে নির্বাচিত করার মধ্যে নিশ্চয়ই কোনো গুরুতর অর্থ আছে। সেটা কি ভৌগলিক, অর্থনৈতিক, রাজনৈতিক নাকি আধ্যাত্মিক? বস্তুত, সবগুলো মিলিয়েই হার্ভার্ডে এশিয়ার একমাত্র জনপ্রিয় দেশ জাপান। জাপানের ভালো এবং স্বাতন্ত্র্যসম্পন্ন দিকগুলোই শেখানো হয়ে থাকে। আমি যখন ১৯৯৫ সালে জাপান নিয়ে ব্যক্তিগতভাবে গবেষণা ও লেখা শুরু করেছিলাম তখনই মনে হয়েছিল জাপান একটি বিস্ময়! জাপানি স্বনামধন্য মনীষী শিল্পাচার্য ওকাকুরা তেনশিন তাঁর আপন দেশকে বলেছিলেন এশিয়ার জাদুঘর, আমি বলতে চাই জাপান বিশ্বের জাদুঘর! বিশ্বের এমন কোনো জিনিস নেই, এমন কোনো শিক্ষা-সংস্কৃতি নেই যা জাপানে আসেনি। নমস্য শিক্ষাবিদ, গবেষক এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন এক সাক্ষাতকারে সুস্পষ্টভাবেই বলেছেন, “সেকাই নি...