আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে দ্বিতীয় চালানে ১৮ দশমিক ৭৯ মেট্রিক টন ইলিশ ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে। এর আগে গত মঙ্গলবার রাতে প্রথম চালানে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছিল। ফলে দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে মোট ৫৬ দশমিক ২৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে।বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার অনুমোদিত ১ হাজার ২০০ মেট্রিক টনের মধ্যে এখন পর্যন্ত এ পথ দিয়ে ৫৬ দশমিক ২৫ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা বলেন, প্রতিটি চালান স্বাস্থ্য ও আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে পরীক্ষা করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে এ রপ্তানি কার্যক্রম সম্পন্ন...