আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তান ৪১ রানে সহজ জয় পেলেও ব্যাটাররা প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি। তবে ম্যাচের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আগা জানান, সুপার ফোরে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখেন তারা। প্রশংসা করেন ব্যাটারদেরও। ভারতের বিপক্ষে করমর্দন ইস্যুতে ঝামেলার জেরে গতকাল বুধবার পাকিস্তান-আমিরাত ম্যাচ শুরু হয় এক ঘণ্টা পরে। শাহিন আফ্রিদির অলরাউন্ড পারফরমেন্সে পাকিস্তান ৯ উইকেটে ১৪৬ তুলে ৪১ রানে জয়ী হয় ১৪ বল হাতে রেখে। ম্যাচ শেষে আত্মবিশ্বাসী সালমান বলেন, ‘আমরা যে কোনো চ্যালেঞ্জের জন্য তৈরি। ভালো ক্রিকেট খেলাই প্রধান লক্ষ্য। গত কয়েক মাস ধরেই ভালো ক্রিকেট খেলছি আমরা। যে কোনো দলের বিপক্ষেই ভালো খেলতে পারি।’ সালমানের কথায়, ‘ম্যাচ জিতেছি। তবে মাঝের দিকের ওভারে ভালো ব্যাট করতে হবে। গত কয়েকটা ম্যাচেই সমস্যা হয়েছে। এটা নিয়ে কাজ করতে হবে।...