ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি আনন্দ নাগেশ্বরন বলেছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ভারতের পণ্যের ওপর আরোপিত শাস্তিমূলক আমদানি শুল্ক তুলে নিতে পারে এবং পারস্পরিক শুল্কও বর্তমানের ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০-১৫ শতাংশে নামানো হতে পারে। বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমার ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাস আছে, আগামী কয়েক মাসের মধ্যে আমরা অন্তত ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক প্রত্যাহার হতে দেখব।” তিনি আরও বলেন, “সম্ভবত ২৫ শতাংশ পারস্পরিক শুল্কও নেমে আসবে সেই স্তরে, যা আমরা আগেই অনুমান করেছিলাম—১০ থেকে ১৫ শতাংশের মধ্যে।” মঙ্গলবার দিল্লি জানায়, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে “ইতিবাচক” ও “ভবিষ্যতমুখী” বাণিজ্য আলোচনা হয়েছে। এতে সমস্যা সমাধানের সম্ভাবনা বেড়েছে। বিশেষ করে যখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিলেন। গত ২৭ অগাস্ট থেকে ট্রাম্প ভারতীয় পণ্যে ২৫...