বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। তবে ওই ব্যবসায়ীদের পরিচয় প্রকাশ করেনি দূতাবাস। যুক্তরাষ্ট্র জানায়, মাদকদ্রব্য ফেন্টানাইল তৈরিতে ব্যবহৃত প্রি-কর্সার পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, ‘বিপজ্জনক সিন্থেটিক মাদকদ্রব্য থেকে আমেরিকানদের নিরাপদ রাখার জন্য ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টাকে এগিয়ে নিতে ব্যবসায়িক নির্বাহী এবং কর্পোরেট নেতাদের ভিসা বাতিল এবং পরবর্তীকালে অস্বীকার করা হয়েছে। এ বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।দূতাবাসের তরফে জানানো হয়, বৃহস্পতিবারের এই পদক্ষেপ মার্কিন অভিবাসন ও জাতীয়তা আইনের বিভিন্ন ধারার অধীনে নেয়া হয়েছে। এর ফলে অভিযুক্ত এবং তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে অযোগ্য হিসেবে গণ্য হতে পারেন। দূতাবাস আরও জানায়, ফেন্টানিল তৈরির জন্য ব্যবহৃত প্রি-কর্সার পাচারকারী সংস্থাগুলোর সঙ্গে যুক্ত আধিকারিকদের মার্কিন...