হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আগামী নির্বাচনে এমন কোনো দল বা ব্যক্তির সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না, যাদের ভ্রান্ত আকিদা নিয়ে পূর্বপুরুষরা সতর্ক করেছেন। তিনি সহি আকিদার সব ইসলামি দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব আরোপ করেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের আমির এসব কথা বলেন। মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ‘সহি আকিদার সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে, তাদের সঙ্গে ঐক্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার চিন্তাও করবেন না।’ তিনি আরও বলেন, ‘যাদের বিষয়ে আমাদের আকাবিরে কেরাম সতর্ক করে গেছেন, তাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে তারা অনেক বই পুস্তকও রচনা করে গেছেন। এসব ভ্রান্ত...