ইসরাইল জানিয়েছে, তারা সফলভাবে নতুন প্রজন্মের একটি শক্তিশালী লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি শেষ করেছে, যা চলতি বছরের শেষ নাগাদ কার্যকর হবে। দেশটির দাবি, এই প্রযুক্তি আকাশ প্রতিরক্ষার কাঠামোকে আমূল বদলে দেবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা আল আরাবিয়াহ। রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস ও এলবিট সিস্টেমস লিমিটেডের সহযোগিতায় তৈরি ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ‘আয়রন বিম’ ইতিমধ্যেই দক্ষিণ ইসরাইলে বিভিন্ন পরীক্ষায় ড্রোন, রকেট, মর্টার ও বিমান আটকাতে সক্ষম হয়েছে। শিগগিরই এটি বহুল আলোচিত ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে, যা বিদ্যমান প্রতিরক্ষা কাঠামোকে আরও বহুমুখী করে তুলবে। তবে লেজার প্রতিরক্ষার সীমাবদ্ধতাও রয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মেঘলা আবহাওয়ায় এটি কার্যকর নয় এবং আটকানোর সাফল্যের হারও প্রকাশ করা হয়নি। তবুও এর অন্যতম বড় সুবিধা হলো খরচ। প্রতিটি...