আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যশোরের চৌগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে তিন শতাধিক হিন্দু ধর্মাবলম্বী নারীকে শাড়ি উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চৌগাছা কামিল মাদ্রাসা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহা, সিংহঝুলি শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সাবেক আমির ও হাকিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন খান। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, প্রেস ক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহকারী...