কুমিল্লা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (নিজস্ব প্রতিবেদক):বাংলাদেশের ডিজিটাল রূপান্তর যাত্রায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও গুরুত্বপূর্ণ অংশীদার হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।বৃহস্পতিবার কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রাঙ্গণে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বাংলাদেশ এখন ডিজিটাল রূপান্তরের পথে। প্রাথমিক পর্যায় থেকে কওমি শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জন ভবিষ্যতে জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও টেকসই অর্থনীতির উন্নয়নে বড় ভূমিকা রাখবে। সরকারের লক্ষ্য দেশের সব স্তরের শিক্ষার্থীদের কাছে প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করা। এই প্রশিক্ষণ কর্মশালা সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”তিনি আরও জানান, যুগের চাহিদা অনুযায়ী ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে কওমি শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা এবং আধুনিক প্রযুক্তির...