স্বাস্থ্যসেবা ও উপকরণ বিজ্ঞানে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া অংশীদারত্ব জোরদারকরণ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। এ সিম্পোজিয়ামের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে গবেষণা ও উদ্ভাবনী সহযোগিতার নতুন দিগন্ত উন্মেচিত হবে বলে আশা করা হচ্ছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এবং বিভিন্ন ওষুধ কোম্পানির যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা ও উপকরণ বিজ্ঞানে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া অংশীদারত্ব জোরদারকরণ শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা উদ্বোধনী অনুষ্ঠানে এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রশীদ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার...