যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দুই দেশের মধ্যে নতুন করে ‘বিশেষ সম্পর্ক’ গড়ার প্রশংসা করেছেন। সাংবাদিকদের স্টারমার বলেন, “আমরা নতুন এক অধ্যায়ের জন্য বিশেষ সম্পর্ককে নতুন করে গড়েছি।” আজকের এই অংশীদারিত্ব দুইদেশের একসঙ্গে দৌড়ে জেতার সংকল্পেরই লক্ষণ, যা কর্মসংস্থান প্রবৃদ্ধিসহ অন্যান্য ক্ষেত্রেও বাস্তব সুবিধা বয়ে আনা নিশ্চিত করবে বলে উল্লেখ করেন তিনি। ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পও দুই দেশের ঘনিষ্ঠতার বর্ণনা দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম বাণিজ্য চুক্তি করার সফলতার জন্য স্টারমারকে দক্ষ একজন আলোচক বলে প্রশংসা করেন তিনি। ট্রাম্প বলেন, “আমরা চিরদিনই একসঙ্গে ছিলাম, আমরা চিরকালের বন্ধু এবং সবসময়ই বন্ধু থাকব।” বৃহস্পতিবার নেতারা জানান, প্রযুক্তি থেকে জ্বালানি খাতে দুই দেশের মোট ২৫০ বিলিয়ন পাউন্ডের চুক্তি এই সম্পর্ককে “অটুট” করে তুলেছে। স্টারমারের কান্ট্রি...