ইউক্রেন যুদ্ধ সমাধানের প্রক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ডুবিয়েছেন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও পুতিনকে সমালোচনা করে বলেছেন, হামলা বাড়িয়ে তিনি নিজের ‘আসল চেহারা’ দেখিয়েছেন। চেকার্সে স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প অকপটে স্বীকার করে বলেন, তিনি ভেবেছিলেন রাশিয়া–ইউক্রেন যুদ্ধ হবে ‘সবচেয়ে সহজে সমাধানযোগ্য’। কিন্তু বাস্তবে তা হয়নি। তবে ট্রাম্প জোর দিয়ে বলেন, শেষ পর্যন্ত তিনি এই সমস্যার সমাধান করবেন। আলাস্কায় পুতিন–ট্রাম্প শীর্ষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট রুশ নেতাকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করার আহ্বান জানালেও কোনো শান্তিচুক্তি কার্যকর হয়নি। ট্রাম্প বলেন, ‘আমি ভেবেছিলাম রাশিয়া–ইউক্রেন যুদ্ধই সবচেয়ে সহজে থামানো যাবে, কিন্তু পুতিন আমাকে হতাশ করেছে। আমি ভেবেছিলাম এটা সহজ হবে। যেমন আপনি জানেন, আমরা ইসরায়েল–গাজা সমস্যার সমাধান করার চেষ্টা করছি, অনেক...