জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটা নামিবিয়ার ব্যাটার জ্যান ফ্রাইলিঙ্কের জন্য ছিল রেকর্ডগড়া ম্যাচ। এই ম্যাচে মাত্র ১৩ বলেই ফিফটি তুলে নেন তিনি। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর ব্যাটার হিসেবে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সবচেয়ে দ্রুতগতির ফিফটি। ফ্রাইলিঙ্কের রেকর্ডগড়া এই ফিফটির পর ম্যাচটিও জিতে নিয়েছে নামিবিয়া। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ২৮ রানে হারিয়েছে নামিবিয়া। বুলাওয়েতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রানের বিশাল পুঁজি পায় নামিবিয়া। জবাবে খেলতে নেমে ১৭৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নামিবিয়াকে ঝোড়ো শুরু এনে দেন ফ্রাইলিঙ্ক। ১৩ বলের ফিফটির পর শেষ ৩১ বলে ৭৭ রান করে বিদায় নেন তিনি। ৮ চার ও ৬ ছক্কায় ইনিংসটি সাজান এই...