১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা বলেন, জনগণ চায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন। আমরা গণতন্ত্রের পথে বিশ্বাসী। তাই আমরা চাই প্রতিটি দল নির্বাচনে অংশ নিক এবং জনগণ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ষড়যন্ত্রকারীর মুখে হাসি ফুটতে দেওয়া হবে না। দেশের মানুষ সজাগ আছে, তারা যে কোনো অপচেষ্টা প্রতিহত করবে। সমাবেশে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী প্রচারণার পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,...