আইডিএফ এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করে। তারা বলেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করা হয়েছে। বেসামরিক লোকজন তাদের লক্ষ্যবস্তু নয়। সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর হুমকি ধ্বংস করতেই এই হামলা হচ্ছে।এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে তীব্র আক্রমণ শুরু করেছে। এখনও চালু থাকা অল্প কয়েকটি হাসপাতালের কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে গাজা সিটিতে তাদের স্থল আক্রমণে বেসামরিক নাগরিকের নিহতের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে।ব্রিটেনের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ালেন ট্রাম্পচিকিৎসা কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন, বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-শিফা ও আল-আহলি হাসপাতালের আশপাশে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যা ক্ষুধার্ত, অসুস্থ এবং আহত মানুষের জন্য শেষ ভরসার জায়গা ছিল। আল-শিফার বাইরে কমপক্ষে ১৫ জন নিহত হন এবং আল-আহলির কাছে পৃথক হামলায় মারা যান আরও...