বিস্ফোরক ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত গড়ে দিলেন ইয়ান ফ্রাইলিঙ্ক। পরে ঝড় তুললেন রুবেন ট্রাম্পেলমান। তাদের নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো দুইশ স্পর্শ করল নামিবিয়া। জেজে স্মিটের দারুণ বোলিংয়ে অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ল তারা। বুলওয়ায়োতে বৃহস্পতিবার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২৮ রানে জিতেছে নামিবিয়া। প্রথম দুই ম্যাচ জিতে অবশ্য সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ফ্রাইলিঙ্ক ও ট্রাম্পেলমানের তাণ্ডবে ৭ উইকেটে ২০৪ রান করে নামিবিয়া। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এই প্রথম দুইশর সীমানায় পা রাখল তারা। খুনে ব্যাটিংয়ে ৬টি ছক্কা ও ৮টি চারে ৩১ বলে ৭৭ রান করেন ফ্রাইলিঙ্ক। ২৪ বলে ৪৬ রান করতে ট্রাম্পেলমান মারেন ৪টি ছক্কা ও ৩টি চার। রান তাড়ায় জিম্বাবুয়েকে টানেন শন উইলিয়ামস। ২ ছক্কা ও ১০ চারে...