যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যাপক পদে ‘পছন্দের প্রার্থীকে’ নিয়োগ দিতে নতুন নীতিমালা প্রণয়নের অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা ‘পছন্দের প্রার্থীকে’ নিয়োগ দিতে নিয়ম ভাঙার ‘নজিরবিহীন নজির’ বলে দাবি করছেন।অভিযোগকারীদের দাবি, একাধিক বিজ্ঞপ্তি প্রকাশের পর পছন্দের প্রার্থীর জন্য নতুন করে নীতিমালা তৈরি করা হয়েছে এবং এই নীতিমালার আলোকে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে বাদ দিয়ে একমাত্র প্রার্থীকে নিয়োগ বাছাই বোর্ডের কার্ড ইস্যু করা হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এই নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে।যবিপ্রবি সংশ্লিষ্ট সূত্র জানায়, যবিপ্রবির পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক পদে নিয়োগের জন্য প্রথম ২০২৪ সালের ৩০ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউজিসির অভিন্ন নিয়োগ নীতিমালার যোগ্যতা পূরণ করে আবেদন করেন খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুজ্জামান...