ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক মাল্টি বিলিয়ন পাউন্ডের পারমাণবিক বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর করেছেন। “অ্যাটলান্টিক পার্টনারশিপ ফর অ্যাডভান্সড নিউক্লিয়ার এনার্জি” নামে পরিচিত এই চুক্তির লক্ষ্য হলো নতুন পারমাণবিক রিঅ্যাক্টর দ্রুত নির্মাণ করা এবং উচ্চ জ্বালানি-নির্ভর খাতগুলো—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডাটা সেন্টারে নির্ভরযোগ্য ও নিম্ন-কার্বন শক্তি সরবরাহ নিশ্চিত করা। খবর আল জাজিরার। চুক্তির অংশ হিসেবে ব্রিটেনের বৃহত্তম জ্বালানি সরবরাহকারী সেন্ট্রিকা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্স-এনার্জির সঙ্গে মিলে উত্তর-পূর্ব ইংল্যান্ডের হার্টলপুলে ১২টি পর্যন্ত অ্যাডভান্সড মডুলার রিঅ্যাক্টর তৈরি করবে। এতে প্রায় ১৫ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি আড়াই হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। অন্যদিকে, মার্কিন নিউক্লিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান হোলটেক, ফ্রান্সের রাষ্ট্রীয় সংস্থা ইডিএফ এনার্জি এবং যুক্তরাজ্যের রিয়েল এস্টেট ও বিনিয়োগ প্রতিষ্ঠান ট্রাইটাক্স যৌথভাবে নটিংহ্যামশায়ারে প্রায়...