চব্বিশের ৫ আগস্টের পরে নাঙ্গলকোটে আগের তুলনায় চাঁদাবাজি বেড়েছে। আমরা বাংলাদেশে শুধু রাজনীতি করতে আসিনি; চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও টেন্ডারবাজদের কবর রচনা করতে এসেছি। নাঙ্গলকোটে চাঁদাবাজদের কবর রচনা করাই হবে এনসিপির রাজনীতি।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট বাজারের জাকের টাওয়ারে এনসিপির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী জয়নাল আবেদীন শিশির।তিনি বলেন, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান হওয়া আমাদের লক্ষ্য নয়। আমরা চাই চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। আমাদের একটি নতুন সংবিধান লাগবে। মুজিববাদী সংবিধান চলবে না। যেই সংবিধান দিয়ে ভোট ছাড়া শেখ হাসিনা জোর করে ১৭ বছর ক্ষমতায় ছিলেন সেই সংবিধান চাই না। যারা এই সংবিধানের পক্ষে কথা বলবেন, মুজিববাদীর পক্ষে...