রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন মোহাম্মদ সালাহ। নিজে গোল করছেন, পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। গতকাল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমের যাত্রা শুরু করে লিভারপুল। ম্যাচে খেলতে নেমেই নতুন রেকর্ড করে বসেন মিশরীয় ফুটবলের রাজা মোহাম্মদ সালাহ। অ্যানফিল্ডে গতকাল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগের ৭৪তম ম্যাচে খেলতে নামেন সালাহ। এর মাধ্যমে তিনি লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডের লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলা ৭৩ ম্যাচের রেকর্ড ভেঙে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড় হন। আতলেতিকোর বিপক্ষে খেলতে নেমে গত রাতে আরও একটি রেকর্ড করেনসালাহ। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ৬ মিনিটের মধ্যে গোল ও অ্যাসিস্ট দুটিই করেছেন সালাহ। ৪ মিনিটে সালাহর ফ্রি-কিক প্রথমে রিসিভ করেন লিভারপুল লেফট-ব্যাক অ্যান্ড্রু...