টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে নতুন সংকটে পড়েছে লেবার পার্টি। বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট ইস্যু করা নিয়ে টিউলিপ বলেছিলেন, এসব অভিযোগ মিথ্যা। তবে নতুন প্রকাশিত অনুসন্ধানে জানা যাচ্ছে, টিউলিপের দাবির সত্যতা নেই, তিনি মিথ্যা বলেছেন। আর এই ইস্যুতে ফের চাপের মুখে পড়তে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, ঢাকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০০১ সালের সেপ্টেম্বর মাসে লন্ডনে তার পাসপোর্ট ইস্যু হয়েছিল, যখন তিনি তখন ১৯ বছর বয়সি ছিলেন, এবং ২০১১ সালের জানুয়ারিতে তার জাতীয় পরিচয়পত্র ইস্যু হয়েছিল। নথিগুলোর কপি দ্য টাইমস ও বাংলাদেশের একটি জাতীয় দৈনিক যৌথভাবে অনুসন্ধান করেছে। ৪৩ বছর বয়সি টিউলিপ সিদ্দিক, জানুয়ারি মাসে স্যার কিয়ের স্টারমারের দুর্নীতি প্রতিরোধ মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন। টিউলিপ দাবি করেছিলেন, তিনি ‘বিতর্কের কেন্দ্রবিন্দু’ হতে...