ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। কিন্তু এ সিদ্ধান্তের সাথে একমত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি তিনি সরাসরি ব্রিটেনকে জানিয়ে দিয়েছেন।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, লন্ডনে ব্রিটিশ নেতার সাথে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন। তিনি বলেছেন, তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার সাথে একমত নন। কিন্তু কেন তা তিনি বিস্তারিতভাবে বলেননি।ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রীর (কিয়ার স্টারমার) সাথে আমার এই বিষয়ে দ্বিমত আছে... আমাদের কয়েকটি মতবিরোধের মধ্যে এটি একটি।ট্রাম্প আরও জানান, তিনি অবিলম্বে সমস্ত জিম্মির মুক্তির ব্যবস্থা করতে চান। পর্যায়ক্রমে জিম্মিদের মুক্তি দেওয়ার বিরোধি তিনি। ট্রাম্প বলেন, একজন নয়, দুজন নয়, অথবা ‘আমরা আগামীকাল তোমাদের তিনজন দেব’ এমন কথা শুনতে চাই না। আমাদের অবিলম্বে জিম্মিদের ফিরিয়ে আনতে...