অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। কিন্তু ঢাকাসহ সারা দেশে তাদের ঝটিকা মিছিল বেড়েই চলেছে। দেশের বাইরে দলটির কিছু নেতা-কর্মীকে সরকার-সংশ্লিষ্টদের হেনস্তা করতে দেখা গেছে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগেরকার্যক্রম নিষিদ্ধ করেছে।কিন্তু ঢাকাসহ সারা দেশে তাদের ঝটিকা মিছিল বেড়েই চলেছে। দেশের বাইরে দলটির কিছু নেতা-কর্মীকে সরকার-সংশ্লিষ্টদের হেনস্তা করতে এবং তাদের গাড়িতে ডিম-হামলা চালাতেও দেখা গেছে।কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে চট্টগ্রামে পুলিশ মাইকিং করে বাড়ি বা মেস বাড়িতে ভাড়া দেয়ার আগে পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে বলা হয়েছে। মাইকিং করা হয়েছে কর্ণফুলি থানার পক্ষ থেকে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, “ নিষিদ্ধ সংগঠন নগরের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে। চট্টগ্রামেও করছে। তাই আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বাসা বা মেস যাদের ভাড়া দেয়া...