এক দশকের বেশি সময়জুড়ে ম্যানচেস্টার সিটির হয়ে মাঝমাঠ মাতিয়েছেন কেভিন ডি ব্রুইনা। এই সময়ে ক্লাবটিকে অসংখ্য শিরোপা জিতিয়ে বনে গেছেন ক্লাবটির কিংবদন্তি। এবার সেই সিটিজেনদের বিপক্ষেই মাঠে নামতে যাচ্ছেন এই বেলজিয়ান মিডফিল্ডার। চলতি বছরই ম্যানসিটির সঙ্গে এক দশকের সম্পর্ক ছিন্ন করেছেন ডি ব্রুইনা। সিটি থেকে দুই বছরের চুক্তিতে সিরি আ ক্লাব নাপোলিতে যোগ দিয়েছেন তিনি। এবার নাপোলির হয়ে সাবেক ক্লাবের বিপক্ষে খেলবে নেই মিডফিল্ডার। নাপোলির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করবে ম্যানসিটি। ম্যাচটি হবে সিটির ঘরের মাঠ এতিহাদে। আর প্রতিপক্ষ হিসেবে এতিহাদে ফিরতে যাচ্ছেন ম্যানসিটির এই কিংবদন্তি ফুটবলার। প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের শুরুটা প্রত্যাশামাফিক হয়নি ম্যানচেস্টার সিটির। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুই জয়ের বিপরীতে দুটিতে হেরেছে তারা। প্রথম ম্যাচে উলভসের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘরের...