বেসরকারি ব্যবসার উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো প্রজেক্টের অর্ধকোটি সিএলপি উদযাপন ও করদাতাদের হাতে ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘দেশের অর্থনৈতিক ভিত্তি সচল রাখতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি উল্লেখ করেন, কর ব্যবস্থা ও অন্যান্য সেবা যেন ভোগান্তিমুক্ত হয়, সে লক্ষ্যেই সিঙ্গেল উইন্ডো প্রজেক্ট কাজ করছে। এ প্রকল্প কার্যকর হলে ব্যবসায়ীরা আরও সহজে কর পরিশোধ ও সেবা গ্রহণ করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি। একই আয়োজনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান,...