ফ্রান্সে কৃচ্ছতানীতি বিরোধী বিক্ষোভে বৃহস্পতিবার লাখো মানুষ রাস্তায় নেমেছেন। শিক্ষক, ট্রেন চালক, ফার্মাসিস্ট থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা ধর্মঘটে যোগ দেন। কয়েক ডজন স্কুল অবরোধ করে বিক্ষোভ করেছে কিশোররাও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, আগের সরকারের প্রস্তাবিত কৃচ্ছতানীতির বাজেট বাতিল করতে হবে। জনসেবায় বেশি ব্যয়, ধনীদের ওপর কর বাড়ানো এবং অবসর ভাতার বয়স বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিও তুলেছেন তারা। ফ্রান্সের শক্তিশালী শ্রমিক সংগঠন সিজিটির প্রধান সোফি বিনে বলেছেন, জনগণের ক্ষোভ এখন বিশাল এবং ততটাই দৃঢ়সংকল্প। আজ আমার বার্তা হলো, বাজেট নির্ধারণ করবে রাস্তায় থাকা মানুষ। তার দাবি, সকাল পর্যন্ত দেশজুড়ে চার লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন, বিকেলে আরও বড় সমাবেশ হওয়ার কথা। সিএফডিটি ইউনিয়নের প্রধান মেরিলিজ লেয়োঁও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এটি নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নুর...