১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে আজ রাতের ‘টুগেদার ফর প্যালেস্টাইন’ কনসার্টে ৩০ জনেরও বেশি হলিউড সেলিব্রিটি একটি ভিডিও বার্তায় উপস্থিত ছিলেন, যার মধ্যে সিলিয়ান মারফি, বিলি আইলিশ, শ্যারন হর্গান এবং ক্রিস ও'ডাউড অন্তর্ভুক্ত। ব্রায়ান এনো কর্তৃক আয়োজিত ‘টুগেদার ফর প্যালেস্টাইনে’ সঙ্গীত পরিবেশনা, বক্তৃতা এবং শিল্পকর্ম থাকবে, যার সমস্ত অর্থ ফিলিস্তিনি সাহায্য সংস্থাগুলিতে যাবে। ওয়েম্বলি এরিনায় ব্যক্তিগত অনুষ্ঠানটি বিক্রি হয়ে গেলেও, এটি আজ রাত ৭:০০ টায় (বাংলাদেশ সময় ভোর ৫টা) ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। ভিডিওটি শুরু হয় ‘টুগেদার ফর প্যালেস্টাইন’ বলে সেলিব্রিটিদের একটি সংকলন দিয়ে, তারপরে সাকসেসন অভিনেতা ব্রায়ান কক্স বলেন, ‘ফিলিস্তিনের জনগণের পক্ষে আমাদের সত্য বলতে হবে।’ ‘সমাজে শিল্পীর ভূমিকা সর্বদাই ক্ষমতার কাছে সত্য বলার ঝুঁকি নেওয়া,...