১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পিএম ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন জ্যৈষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন, বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (ডাব্লিউআইপিও) আনুষ্ঠানিকভাবে ইরানের ১৩টি নতুন পণ্য নিবন্ধন করেছে। সোমবার বার্তা সংস্থা ইরনাকে মেহেদি মিরসালেহি বলেন, এই মাইলফলকটি ইরানের বিভিন্ন সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদের ক্রমবর্ধমান বৈশ্বিক স্বীকৃতিকে তুলে ধরে। তিনি বলেন, নতুন নিবন্ধিত আইটেমগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পাথর, কৃষি পণ্য এবং একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প। তিনি বলেন, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কাশান শহরের গোলাপজল, উরমিয়া থেকে আঙুর ও আপেল এবং ফারস প্রদেশের হাতে-বোনা গালিচা। এই নতুন সংযোজনীর ফলে ডাব্লিউআইপিও-তে নিবন্ধিত ইরানি পণ্যের মোট সংখ্যা দাঁড়াল ৮৭টিতে। মীরসালেহি বলেন, আন্তর্জাতিক পণ্য নিবন্ধনের দিকে ইরানের যাত্রা ২০১০ সালে হাতে-বোনা গালিচার বৈশ্বিক স্বীকৃতির মাধ্যমে শুরু হয়েছিল।এরপর থেকে...