ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা জিতেছে ৪-০ গোলের বড় ব্যবধানে। গোল করেছেন সাব্বির ইসলাম, ওপু রহমান, আরিফ ও মোহাম্মদ মানিক। প্রথম জয়ে ‘বি’ গ্রুপে টেবিল শীর্ষে বাংলাদেশ। ম্যাচের ৩০ মিনিটে বাংলাদেশ পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নারে আসা বল ক্লিয়ার করতে সামনে এগিয়ে যান নেপাল গোলরক্ষক। ডি বক্সে পাওয়া বলে জোরাল শট নেন সাব্বির ইসলাম, গোলের দেখা পায় বাংলাদেশ, এগিয়ে যায় ১-০তে। প্রথমার্ধের শুরু থেকে নেপালের বিপক্ষে আক্রমণের পর আক্রমণ শানাতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধে ছোটনের শিষ্যদের একক ঝলক প্রদর্শনের প্রবণতায় বেশকয়টি গোলবঞ্চিত হয় বাংলাদেশ। ম্যাচের বেশিরভাগ সময় বলের নিয়ন্ত্রণ রাখা ফয়সালরা এগিয়ে থেকে বিরতিতে যায়। বিরতির পরপরই আরও দুটি গোল করে বাংলাদেশ। ফয়সালের অ্যাসিস্টে ৪৯ মিনিটে...