বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, গ্রেমিও—ইউরোপের সেরা সব ক্লাবের হয়ে খেলেছেন তিনি। ছিলেন ব্রাজিল জাতীয় দলের নিয়মিত মুখ। সতীর্থ ছিলেন পাওলো দিবালা ও গনসালো হিগুয়াইনের মতো তারকার। কিন্তু আজকের ডগলাস কস্তার খবর আর ফুটবলীয় সাফল্যের নয়, বরং আইনি জটিলতা আর কেলেঙ্কারির।ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রের ষষ্ঠ ফ্যামিলি কোর্টের আদেশে গ্রেফতার হয়েছেন ৩৫ বছর বয়সী এই উইঙ্গার। অভিযোগ, দীর্ঘদিন ধরে সন্তানের ভরণপোষণের টাকা পরিশোধ করেননি তিনি। প্রায় এক লাখ মার্কিন ডলার সমপরিমাণ দেনার দায়ে কস্তার বিরুদ্ধে ৩০ দিনের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। বিচারক সোনালি দা ক্রুজ জ্লুহানের স্বাক্ষরিত রায়ে আরও বলা হয়েছে, এই আদেশ দুই বছরের জন্য কার্যকর থাকবে।অস্ট্রেলিয়ার সিডনি এফসি–তে খেলছিলেন কস্তা। তবে গ্রেফতারের পর ক্লাবটির সঙ্গে সম্পর্কও শেষ হয়েছে। বিদায়ী বার্তায় কস্তা বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ দেওয়ার জন্য সিডনি এফসিকে ধন্যবাদ। এই এক...