১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আরও চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে অনাহারে মোট মৃতের সংখ্যা ৪৩৫ জনে পৌঁছেছে। প্রায় দুই বছর ধরে গাজায় বর্বরতা চালাচ্ছে ইসরাইলি পিশাচ বাহিনী। ফিলিস্তিনি এ উপত্যকায় অব্যাহত হামলার পাশাপাশি সেখানে অবরোধ আরোপ করে রেখেছে তারা। এতে করে সাধারণ মানুষের যে পরিমাণ খাবার প্রয়োজন সেগুলো গাজায় প্রবেশ করছে না। এতে করে খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে সেখানকার মানুষকে। ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন দেড় লাখের বেশি বাসিন্দা। হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকায় প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হয়। এত মানুষের...