শতাব্দীর মহাজাগরণের মহানায়ক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর ব্যক্তিত্ব কোন পরিচিতির মুখাপেক্ষী নয়। ইসলাম, দেশ ও জাতির কল্যাণে তার খেদমত ও অবদান পৃথিবীর ইতিহাসে চির সমুজ্জ্বল হয়ে থাকবে। বাহ্যিক জগতে যেমন ছিলেন রঈসুল উলামা ও মুজাহিদে আযম, ঠিক তেমনি আধ্যাত্মিক জগতেও তিনি ছিলেন সুলতানুল আউলিয়া ও কুতবুল আলম। ১.আল্লামা শাহ আহমদ শফী (রহ.) ছিলেন বহুমাত্রিক গুণের অপূর্ব সমাবেশ। একই সঙ্গে প্রায় সব সৎ গুণের অধিকারী হওয়া কোন আদম সন্তানের জন্য অসম্ভব না হলেও অন্তত বিরল নিঃসন্দেহে। আল্লাহপাক যাকে একান্ত নিজের বানিয়ে নেন, যাকে দ্বীন ও মিল্লাতের একনিষ্ঠ খাদেম হিসেবে নির্বাচিত করেন, এমন ব্যক্তিকেই তিনি বৈচিত্র্যময় প্রায় সব গুণাবলী দিয়ে সুশোভিত করে থাকেন। لَيْسَ عَلَى اللهِ بِمُسْتَنْكِرٍ اَنْ يَّجْمَعَ الْعَالَمَ فِىْ وَاحِدٍ ‘একই ব্যক্তির মধ্যে সব গুণের সমাহার করে দিলে...