সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে গণভোট আয়োজনের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বলেন, জনগণ পিআরের পক্ষে থাকলে সবাইকে তা মানতে হবে। আর বিপক্ষে গেলে জামায়াতে ইসলামীও তা মেনে নেবে। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ডাকা যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে এদিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ হয়। সেখানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশের রাজনীতি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে নিতে দেশবাসীর যে আকাঙ্ক্ষা, জামায়াতে ইসলামী সেই প্রচেষ্টায় প্রাধান্য দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো, আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে, অথবা দুঃখজনকভাবে সরকার কোন শক্তির কাছে, প্রভাবের কাছে মাথা নত করেছে। যার ফলে লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে...