ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বাংলাদেশের নাগরিকত্ব থাকার বিষয়টি নিয়ে প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হওয়ার নতুন করে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক এক্সপ্রেস। এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে টিউলিপ সিদ্দিকের দাবি ও তার বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্য বেশ সাংঘর্ষিক। এ নিয়ে বিপাকে পড়েছে লেবার পার্টি। তিনি বলেছিলেন, তাকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট দেওয়া হয়নি। কিন্তু ঢাকার কর্মকর্তারা যে নথি পেয়েছেন, তাতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ঢাকা থেকে কর্মকর্তারা রেকর্ডে দেখেছেন ২০০১ সালের সেপ্টেম্বর মাসে লন্ডনে, যখন এমপি সিদ্দিকের বয়স ছিল ১৯, একটি পাসপোর্ট ইস্যু এবং ২০১১ সালের জানুয়ারিতে একটি জাতীয় পরিচয়পত্র করা হয়েছিল। দ্য টাইমস এবং বাংলাদেশের প্রথম আলোকে ওই নথিগুলোর কপি দেওয়া হয়েছে। ৪৩ বছর...