ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্যের অভিযোগ এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসির) কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছে তারা। পাকিস্তানের সামা টিভির খবরে এই তথ্য জানানো হয়েছে। দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে সূর্যকুমারের শাস্তি এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলে পিসিবি। তবে পাকিস্তান দলের ম্যানেজার ও অধিনায়কের কাছে পাইক্রফট দুঃখ প্রকাশ করায় প্রথম দাবিটি প্রত্যাহার করে তারা। সূর্যকুমার যাদবের মন্তব্যে প্রসঙ্গে পিসিবি বলছে, সূর্যকুমার যাদবের বক্তব্য কূটনৈতিক সীমা লঙ্ঘন করেছে। সংবাদ সম্মেলনে সূর্য বলেছিলেন, আমি মনে করি, জীবনের কিছু বিষয় খেলোয়াড়সুলভ মানসিকতার চেয়ে বড়। আমাদের সরকার ও বিসিসিআই, আমরা সবাই একসঙ্গে এ সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা এখানে ওদের বিপক্ষে শুধু খেলতে এসেছি এবং উচিত জবাব দিয়েছি। তিনি আরও বলেছিলেন, আমরা...