কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে বড় ধরনের পরিবর্তন আনছে ওপেনএআই। যুক্তরাষ্ট্রে এক ১৬ বছর বয়সী কিশোরের আত্মহত্যার ঘটনার পর প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে চ্যাটজিপিতে প্রবেশের আগে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। প্রয়োজনে উপযুক্ত পরিচয়পত্র জমা দিতে হতে পারে। ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে চ্যাটজিপিটির উত্তর দেওয়ার ধরনও পরিবর্তিত হবে। মার্কিন প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক ব্লগ পোস্টে বলেন, “কিশোরদের ক্ষেত্রে আমাদের নিরাপত্তা গোপনীয়তা এবং স্বাধীনতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, “১৫ বছর বয়সী ব্যবহারকারীর সঙ্গে চ্যাটজিপিটির প্রতিক্রিয়া প্রাপ্তবয়স্কদের থেকে আলাদা হবে।” অল্টম্যান বলেন, চ্যাটজিপিতে এমন প্রযুক্তি যুক্ত করা হবে যা ব্যবহারকারীর কথাবার্তার ধরন দেখে বয়স অনুমান করবে। যেখানে সন্দেহ থাকবে, সেখানে ‘১৮ বছরের নিচের অভিজ্ঞতা’ প্রযোজ্য হবে। কিছু ক্ষেত্রে ব্যবহারকারীর পরিচয়পত্র চাওয়াও হতে পারে। নতুন পরিবর্তনের...