ঢাকার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত তিন দিনের বহুমুখী পাটপণ্য মেলায় ১২ লাখ টাকার বেশি পণ্য বিক্রি হয়েছে। গত মঙ্গলবার শুরু হওয়া তিন দিনের এ মেলা শেষে বৃহস্পতিবার রাতে বিক্রির এ তথ্য প্রকাশ করা হয়। মেলায় পাট দিয়ে তৈরি বিভিন্ন রঙিন ব্যাগ, ফুলদানি, টেবিল ম্যাট, পাপোশসহ দৈনন্দিন প্রয়োজনীয় নানা জিনিসপত্র স্থান পায়। ৩২টি স্টল থেকে তিন দিনে মোট ১২ লাখ আট হাজার ৬৭০ টাকার বিক্রি হয়। জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) তত্ত্বাবধান ও সম্প্রসারণ নির্বাহী মো. মোজাহিদুল ইসলাম বলেন, “তিন দিনের মেলায় ১২ লাখ টাকার বিক্রি হয়েছে। আমরা ক্রেতাদের মোটামুটি সাড়া পেয়েছি। আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন করা হবে।” মেলায় বেড়াতে আসা আইনজীবী ইশরাত জাহান বলেন, “আদালত এলাকায় প্রথমবারের মতো পাটপণ্যের মেলা। মেলায় এসে দেশীয় পণ্য দেখে অনেক ভালো...