আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তেজগাঁওয়ের বিসিআই কার্যালয় ভবনে এ মেলা হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়। বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ মেলার নাম দেওয়া হয়েছে ‘অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ার, ২০২৫ – রোড টু মেড ইন বাংলাদেশ’। এ মেলায় তিন খাতের ২৬টি স্টল থাকবে। পাশাপাশি এসএমই খাত, বিটাক, বুয়েট মোবাইল ক্লাব, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ব্যাংকের বুথ মিলিয়ে মোট স্টলের সংখ্যা দাঁড়াবে ৩৮। মেলার উদ্দেশ্য তুলে ধরে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, “শিল্প খাতের সমস্যাসমূহ বিশেষ করে অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র ম্যানুফ্যাকচারিং শিল্পের সমস্যাসমূহ বিশেষ গুরুত্ব দিয়ে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে তুলে ধরা ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য এই মেলা ভূমিকা রাখবে।”...