প্রায় দীর্ঘ দুই বছর যাবত ব্রাজিল জাতীয় ফুটবল দলের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। ধারাবাহিক ইনজুরি জর্জরিত এই ফুটবলার বর্তমানে নিজেকে প্রস্তুত করছেন ২০২৬ বিশ্বকাপের পূর্বে জাতীয় দলে ফেরার জন্য। সেই নেইমারকে নিয়েই বিশ্ব মঞ্চে ভালো কিছু করবে ব্রাজিল এমনটাই বিশ্বাস করেন দলটির সাবেক কিংবদন্তি ফুটবলার রোনালদো। ইতোমধ্যে আসন্ন বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তবে নিজেদের বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে এবারই সবথেকে বাজে ফলাফল করেছে সেলেসাওরা। লাতিন আমেরিকা থেকে যেখানে ৬ দল সুযোগ পেয়েছে বিশ্বকাপে খেলার, সেখানে ব্রাজিল ছিল পঞ্চম অবস্থানে। তবে বিশ্বকাপের আসরে ভালো কিছু করবে দলটি, বিশ্বাস করেন এই সাবেক ফুটবলার। রোনালদো বলেন, ‘যে খেলোয়াড়দের পাওয়া যাবে, তাদের নিয়েই ব্রাজিল যে কোনো কিছু অর্জন করতে পারে। বিশ্বকাপে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে নেইমার এবং আমি বিশ্বাস করি, সেটা সে হবে।...