ভালো শুরুর পর হুট করেই ধস। শ্রীলংকার বিপক্ষে প্রথম ইনিংসেই আফসোস বাড়ছে আফগানিস্তান শিবিরে। দলীয় ৮০ রানের আগেই তারা হারিয়ে বসেছে টপ অর্ডারের ৬ উইকেট। তাতে শঙ্কা জেগেছে স্কোরবোর্ডে শতরান ছাড়িয়ে কতদূর যাবে আফগানদের ইনিংস। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভালো শুরু করেছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ আতাল। ৮ বলে গুরবাজ ফেরার আগে করেন ১৪ রান। আতালের ব্যাটে আসে ১৮ রান। এরপর উপরের দিকে নামা করিম জানাতকে (১) দ্রুতই ফেরান থুসারা। পরের সময়ে দুর্দান্ত ফিল্ডিংয়ের নজির দেখান পেরেরা-চামিরারা। বাউন্ডারি লাইনে দুজনে নেন দুটি দুর্দান্ত ক্যাচ। তাতেই ২৪ রান করে ফেরেন ইব্রাহিম জাদরান। রসুল ফেরেন ৯ রানে। আফগানদের ভরসা এখন দুই অভিজ্ঞ মোহাম্মদ নবী ও রশিদ খানের ওপর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ১৪.৪ ওভারে ১০১ রান। নবীর ব্যাটে...