বৃহস্পতিবার ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ থেকে। ছবি: সংগৃহীত পাঁচ দফা দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা মিছিলটি বের করেন। মিছিলটি প্রেস ক্লাব ঘুরে বায়তুল মোকারররম গিয়ে শেষ হয়।আরো পড়ুন:গণভোট দিন, জনতা না চাইলে আমরাও দাবি করব না: ফয়জুল করীমজামায়াতের অভিন্ন কর্মসূচি দিল ইসলামী আন্দোলন গণভোট দিন, জনতা না চাইলে আমরাও দাবি করব না: ফয়জুল করীম মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজী। ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা...