সম্মতি ছাড়াই যৌন ভিডিও ছড়ানোর অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে রেয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেন্সিওকে। স্পেনের গ্রান কানারিয়া দ্বীপপুঞ্জের একটি আদালত বৃহস্পতিবার জানায়, এই ঘটনায় রেয়াল মাদ্রিদের যুব দলের একসময়ের আরও তিন ফুটবলারকে বিচারকের সামনে হাজির করা হবে। ২০২৩ সালের জুনে গ্রান কানারিয়ার একটি বিচ ক্লাবে দুই টিনএজার নারীর যৌন ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। ভুক্তভোগী দুই নারীর একজন অপ্রাপ্তবয়স্ক। বিচারিক নথি অনুসারে, ভিডিওটি পাওয়ার পর তা এক বন্ধুকে দেখানোয় গোপনীয়তা লঙ্ঘনের দুটি অপরাধে ২২ বছর বয়সী আসেন্সিওর আড়াই বছরের কারাদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা। ভুক্তভোগী দুই নারীর একজন চার খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অন্যজন তার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আসেন্সিওকে, যিনি ঘটনার সময় রেয়ালের যুব দলের খেলোয়াড় ছিলেন। অভিযুক্ত অন্য...