যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা। বিবিসি-কে এক একান্ত সাক্ষাৎকারে ট্রাম্পের সমালোচনা করে লুলা বলেন, “ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু তিনি বিশ্বের সম্রাট নন।” লুলা ঘন ঘনই ট্রাম্পের সমালোচনা করে এসেছেন, কিন্তু তার এই বক্তব্যই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট লক্ষণ যে, তিনি মনে করেন তার এবং ট্রাম্পের মধ্যে যোগাযোগ এখন ভেঙে গেছে। ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত থাকলেও ট্রাম্প গত জুলাই মাসে ব্রাজিলের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগে চলা বিচারকে এর কারণ হিসাবে উল্লেখ করেছিলেন ট্রাম্প। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এই শুল্ককে বেশিমাত্রায় রাজনৈতিক বলে অভিহিত করেন এবং বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের ভোক্তারা ব্রাজিলের পণ্যের উচ্চ মূল্যের...