ইউরোপের বড় ও সফল দলগুলো অংশ নেওয়ায় স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন্স লিগে লড়াইয়ের তীব্রতা অনেক বেশি। সব দলই জয়ের চেষ্টায় থাকে, তাই গোলের সুযোগও তৈরি হয় বেশি। আর একারণেই নিজের খেলার ধরনের সঙ্গে ইউরোপ সেরার প্রতিযোগিতাটি বেশি মানানসই বলে মনে করেন হ্যারি কেইন। আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরুর ম্যাচে চেলসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে দেয় বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে দলের জয়ে জোড়া গোল করে মূল ভূমিকা রাখেন কেইন। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ২০তম মিনিটে এগিয়ে যাওয়ার কিছুক্ষণ স্পট কিকে ব্যবধান বাড়ান কেইন। এর পরপরই কোল পালমার একটি গোল শোধ করে দেয়। পরে ৬৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন বায়ার্ন তারকা। ম্যাচের পর উচ্ছ্বসিত কণ্ঠে ইংল্যান্ড অধিনায়ক জানান, ঘরোয়া লিগের তুলনায় চ্যাম্পিয়ন্স লিগ বেশি পছন্দ তার। “আমার সবসময়ই মনে হয়,...