গানের দল সমগীতের মিউজিক ভিডিও ‘ধর্ম যার যার’ (To each her own faith)-এর প্রকাশনা অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকার পান্থপথে অবস্থিত দৃকপাঠ ভবনে আয়োজিত অনুষ্ঠানে গানটির প্রথম প্রদর্শনীর পাশাপাশি থাকবে উপস্থিত শিল্পী ও বিশিষ্টজনদের মতবিনিময় ও গান পরিবেশন। গানটির প্রথম লাইন—‘ধর্ম যার যার এ দুনিয়া সবার, ধর্ম যার যার এ বাংলা সবার। ’ এই গানের উদ্বোধনে উপস্থিত থাকবেন লেখক ও গবেষক রেহনুমা আহমেদ,...