আলোচনায় সমাধান হচ্ছে না বলেই জামায়াতে ইসলামী রাজপথে নেমেছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জুলাই সনদের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি তাঁর। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তিনি। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে বলেও উল্লেখ করেন গোলাম পরওয়ার। জুলাই ঘোষণা, সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫টি দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত। বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হন নেতা-কর্মীরা। এসময়...