(১৮) যে ব্যক্তি মুমিন, সে কি ফাসিকের মতো হতে পারে? তারা সমান নয় । (১৯) যারা ঈমান আনে ও নেক কাজ করে, তাদের বাসস্থান হলো জান্নাত, তাদের নেক আমলের প্রতিদানমূলক আতিথেয়তা হিসেবে। (২০) আর যারা অপরাধ করে, তাদের বাসস্থান হলো জাহান্নাম। যখনই তারা সেখান থেকে বেরুতে চাইবে, তাদেরকে তাতে ঠেলে দেওয়া হবে, আর বলা হবে: তোমরা দোযখের মজা ভোগ করো, যাকে তোমরা অস্বীকার করতে। (২১) আমি তাদেরকে বড় শাস্তির পূর্বে (দুনিয়াতে) ছোট শাস্তির স্বাদ ভোগ করাবো, যেনো তারা (সুপথে) ফিরে আসে। (২২) তার চেয়ে বড় যালেম আর কে হতে পারে, যাকে তার প্রতিপালকের আয়াতের মাধ্যমে উপদেশ দেওয়া হয়, কিন্তু তারপরও সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। নিশ্চয়ই আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। ইতোপূর্বে দুনিয়া ও আখিরাতে বাতিলপন্থি ও সত্যপন্থিদের...