নতুন নতুন আইডিয়া ও বিজনেস প্ল্যান দেখে ছোট ছোট কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর সভাপতি রূপালি হক চৌধুরী। সেই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কমপ্লায়েন্সের বিষয়গুলো আরও সহজ করার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন। ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে ডিএসই’র পরিচালনা পর্ষদের সঙ্গে বিএপিএলস’র সভাপতি রূপালি হক চৌধুরীর নেতৃত্বে নির্বাহী কমিটির এই বৈঠক ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএসই থেকে এ তথ্য জানানো হয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর বৃহৎ সংগঠন বিএপিএলসি’র সঙ্গে ডিএসই’র পরিচালনা পর্ষদের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে ডিএসই চেয়ারম্যান বলেন, আমাদের পুঁজিবাজার দেশের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত হতে পারেনি। কারণ দীর্ঘদিনের অনিয়ম ও অবহেলা পুঁজিবাজারকে সংকুচিত ও পঙ্গু করে...