বলিউডে একের পর এক নায়িকার উত্থান হয়েছে, আবার কেউ কেউ আলোচনার আড়ালে চলে গেছেন। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া যেন অন্য গল্প লিখেছেন। তিনি সৌন্দর্য প্রতিযোগিতা জিতে বলিউডে এসেছেন, গুজব ও সমালোচনার ঝড় পার করেছেন, শেষ পর্যন্ত নিজের অবস্থান খুঁজে নিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। তাঁর ক্যারিয়ারের প্রতিটি বাঁক আজও বিনোদনজগতের কাছে একেকটা শিক্ষা। প্রথম অধ্যায় : শুরুটা সহজ ছিল না২০০০ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতে আলোচনায় আসেন প্রিয়াঙ্কা। কিন্তু তাঁর সামনে দাঁড়িয়েছিল নানা বাঁধা। বিজ্ঞাপন গুরু প্রহ্লাদ কাক্কর ঠিক এভাবে বললেন, ‘প্রিয়াঙ্কার অনেক অসুবিধা ছিল শুরুতে। গায়ের রং শ্যামলা, ত্বকের সমস্যা ছিল। বড় হাড়ের গড়নের মেয়েটি ওজন ঝরিয়ে “দোস্তানা” ছবিতে একেবারে নতুন রূপে হাজির হয়েছিল। ওই ছবিতে ওকে দারুণ দেখিয়েছিল।’প্রহ্লাদের মতে, যখন চারপাশে বলা হচ্ছিল লারা দত্ত এগিয়ে যাবেন, তখনো তিনি বাজি ধরেছিলেন...