ম্যাচের প্রথম ওভারে ওয়েলিংটন মাসাকাদজাকে টানা তিনটি চার মারলেন ইয়ান ফ্রাইলিঙ্ক। সেই শুরু, এরপর যতক্ষণ ক্রিজে থাকলেন, জিম্বাবুয়ের বোলারদের তুলাধুনা করলেন তিনি। চতুর্থ ওভারেই পঞ্চাশ স্পর্শ করে রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন নামিবিয়ান ওপেনার। বুলাওয়ায়োতে বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে ১৩ বলে ফিফটি করেন ফ্রাইলিঙ্ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নামিবিয়ার ক্রিকেটারদের মধ্যে যা দ্রুততম। আগের রেকর্ডটি ছিল ইয়ান নিকোল লফটি-ইটনের, ২০২৪ সালে নেপালের বিপক্ষে ১৮ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন তিনি। সব মিলিয়ে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফ্রাইলিঙ্কের ১৩ বলের ফিফটি যৌথভাবে তৃতীয় দ্রুততম। ১৩ বলে পঞ্চাশ আছে আরও তিন জনের। এই সংস্করণে দ্রুততম ফিফটির রেকর্ডটি নেপালের দিপেন্দ্রা সিং আইরির, ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৯ বলে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে পঞ্চাশ করেছিলেন ভারতের ইউভরাজ সিং। এদিন আরেকটি রেকর্ডের পাতায় নাম উঠেছে ফ্রাইলিঙ্কের। পূর্ণ সদস্য কোনো...